করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ঘোষণায় আজ থেকে ঠাকুরগাঁওয়ে সকাল থেকেই শপিংমল খুলেছে ব্যবসায়ীরা। জেলা শহরের হাওলাদার সুপার মার্কেট কর্তৃপক্ষ কিছুটা নিয়ম মানলেও বেশিরভাগ মার্কেটগুলোতে মানা হয়নি সরকারি নিয়ম কানুন।
মৌচাক মার্কেট ঘুড়ে দেখা গেছে ক্রেতারা অনেকেই মাস্ক পরিধান ছাড়াই কেনা কাটা করছে। ওই মার্কেটের অনেকে ব্যবসায়ীরাও মাস্ক না পরেই দোকানদারী করছেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রেখে অনেকটা গাদাগাদি করেই বেচা কেনা করা হচ্ছে । বড় বড় সপিংমলগুলো ছাড়াও ছোট মার্কেট গুলোতেও দেখা গেছে একই পরিস্থিতি।
এ অবস্থায় দুপুরে জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম নিজেই মাঠে নেমেছেন পরির্দশনে। পরিদর্শনের সময় তিনি বলেন, বেশিরভাগ ব্যবসায়ীরা সরকারের নিয়ম মানছেন না। আজ প্রথম দিন বলেই তাদের সতর্ক করা হচ্ছে।
আগামীকাল একই পরিস্থিতি থাকলে সব দোকানপাট বন্ধ করে দেয়া হবে বলে জানান।
তিনি আরো বলেন, আমরা জনগণকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। ব্যবসায়ীরা সামাজিক দুরত্ব বজায় না রেখে ও নিয়ম কানুন না মেনে ব্যবসা করলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। আর তা যদি না মানা হয় তবে তাদের দোকান বন্ধ রাখতে হবে বলে হুঁশিয়ার করে দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত