কুমিল্লা নগরে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে মাহি আলম ওরফে মারুফ নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তার মরদেহ নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।
আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরের জাঙ্গালিয়া এলাকার ময়নামতি রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারীর বিচার ও গ্রেপ্তার দাবিতে রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কের নোয়াগাঁও চৌমুহনী ও জাঙ্গালিয়া এলাকা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। নিহত মাহি আলম (১৭) নগরের শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানা, মাহি তার পরিবারের সঙ্গে নগরীর শাকতলা এলাকায় থাকে। শুক্রবার বিকেলে মাহিসহ বেশ কয়েকজন সমবয়সী কিশোর ময়নামতি রেলস্টেশনের পাশে লুডু খেলছিল। খেলার মাঝে পাশের রামনগর এলাকার অপর এক কিশোরের সঙ্গে তার ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে মাহিকে পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে নোয়াগাঁও এলাকায় এসে কুমিল্লা-নোয়াখালী সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত