রাজশাহীর বাঘায় লুঙ্গির কোচে করে বিশেষ কায়দায় অস্ত্র সংরক্ষণের সময় এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার (২২ অক্টোবর) রাতে বাঘা উপজেলার আলাইপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ অক্টোবর) সকালে র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার অস্ত্র কারবারির নাম আলামীন (২৬)। তিরি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর এলাকার মৃত সোলেমানের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে মাদকসহ এক ব্যক্তি অবস্থান করছে।
খবর পাওয়া মাত্রই র্যাবের টিম রোববার রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা তাকে হাতে-নাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট অবৈধ অস্ত্র থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গীর সামনের কোচের ভিতরে কোমরের সাথে স্বচ্ছ কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় রাখা অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাঘা থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।