লালমোহন প্রতিনিধি: লালমোহন হাসপাতালের পরিবেশ দিন দিন অবনতি দিকে এগিয়ে যাচ্ছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট। এখানে উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভার বেশিরভাগ গরীব অসহায় মানুষ চিকিৎসা সুবিধা নিতে এসে ভোগান্তির স্বীকার হতে হয়।
গত ১০ সেপ্টেম্বর রাত ৯টার সময় হাসপাতালের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডে গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগির বেডের নিচ ও ফ্লোরে অপরিস্কার ময়লা আবর্জনায় ভরা বাথরুমের দূর্গন্ধ। রোগিরা বাহিরে নাক চেঁপে বাহিরে ঘুরতে দেখে কারণ জিজ্ঞেস করলে তারা অভিযোগ করে জানায়, দূর্গন্ধেে ওয়ার্ডে থাকতে পারি না, তাই বাইরে চলে আসছি।
এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মহসিন জানান, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায় কাজ করে যাচ্ছি, হয়তো একটু সময় লাগবে যদি পরিচ্ছন্ন কর্মীগণ একটু আন্তরিকভাবে কাজ করে তাহলে এ সমস্যা আর থাকবে না। আমার পূর্বে এ হাসপাতালে আর এমও ডাঃ মাহামুদুর রশিদ স্যার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত