লালমোহন প্রতিনিধি: লালমোহন ধলিগৌরনগর ইউনিয়নে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর রবিবার সন্ধ্যায় ধলিগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, যুগে যুগে বহু বিশ্বাসঘাতক মুখোশধারীরা ষড়যন্ত্র করলেও শেষ পর্যন্ত সত্যর বিজয় হয়েছে এটাই ইতিহাস।
সভায় আরো বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীব প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত