লালমোহনে শহীদদের স্মরণে নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

আবদুর রহমান নোমান,লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহনে স্বাধীনতার ৫৩ বছর উদযাপন উপলক্ষে মহান বিজয় দিবসকে ঘিরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার সকাল ৬ টা ১৫ মিনিটে লালমোহন উপজেলা,পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী গণ উপস্থিত হয়ে লালমোহন থানার মোড় শহীদদের স্মৃতি ফলকে পুষ্পকস্তবক অর্পণের মাধ্যমে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ হওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে উপজেলা বিএনপির পক্ষ থেকে সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল এর নেতৃত্বে উপজেলার সকল নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয় । পরে পৌর বিএনপির পক্ষে সভাপতি ছাদেক মিয়া জান্টু সাধারণ সম্পাদক ইমরান জাকিরের নেতৃত্বে পৌর বিএনপির নেতাকর্মী গণ শ্রদ্ধা জানান

এছাড়াও লালমোহন উপজেলা সেচ্ছাসেবক দল, যুবদল,ছাত্র দল,কৃষক দল,মৎস্য জীবিদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গণ শ্রদ্ধাঞ্জলী জানান।শেষে লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তাৎপর্যপূর্ণ আলোচনার মাধ্যমে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।