নোমান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
লালমোহনে বসতবাড়ির সামেনে কাটাতারের বাউন্ডারি দিয়ে যাতাযাতের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ড ও বর্তমান পৌরসভা ১২ নং ওয়ার্ড গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী শাহাজান মিয়া স্থানীয় মৃত মো. তাজল ইসলামের স্ত্রী আলিফা বেগম থেকে ২০২১ সালে ৪ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতেছে। উক্ত জমির এসএ খতিয়ান নং ৬৬৫, ৬৩৭, ৩৪৩ ও ৩৫৬ যার ডিপি নং ১৩৬৪ ও ৩২২০। হাল দাগ ৭৪৭ এবং ৮০৪।
এ বিষয়ে প্রবাসী শাহাজানের স্ত্রী ফিরোজা বেগম জানান, বুধবার সকালের দিকে আমার বসত বাড়ির সামনে স্থানীয় মৃত আনিছল হকের ছেলে মো. অহিদ, জাকির, খলিল, বেল্লাল জোর পূর্বক ভাবে কাটাতারের বাউন্ডারি দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে ঘর উত্তোলন করেছে। বিবাধিরা ভুমি দস্যু এবং প্রভাবশালী তারা কোনা ধরনের বিচার ফয়সালা মানে না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে রয়েছে এবং আমাদের জনবল কম থাকায় আমাদের উপরে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি ও মানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, তারা কোনা ফয়সালা না মানায় ইতিপূর্বে আমি লালমোহন থানায় বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছি। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে। এক পর্যায়ে তারা আমাদের ওয়ারিশি ও ক্রয়কৃত সম্পত্তিতে কাটাতারের বেড়া দিয়ে আমাদের জমি দখল করে নিয়েছে। এ ঘটনা ভুক্তভোগীর পরিবার সুস্থ বিচারের দাবী জানাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. অহিদের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কারো জমি দখল করিনি। আমার ওয়ারিশি সম্পত্তিতে আমি ঘর উত্তোলন করেছি। বিচার না মানার বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিয়য়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।