লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকান ভাঙচুর ও মারধর

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনের কালমা ইউনিয়নের চরছকিনা ৫নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে দোকান ভাঙচুর, মারপিট করে ২ জনকে আহত ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চরছকিনা গহর আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, গহর আলী হাওলাদার বাড়ির মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে জাহাঙ্গীরের সাথে একই এলাকার কবিরদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশিতে জাহাঙ্গীরকে কাগজপত্র অনুযায়ী জমি বুঝিয়ে দেয়া হয়। সেই অনুযায়ী অত্র জমিতে দোকান তুলে জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে দোকানে গেলে জাহাঙ্গীর ও তার বয়স্ক শ্বশুর নীরব পাটোয়ারীর ওপর লাঠিসোটা অতর্কিত হামলা চালায় কবির, জাকির, ফোরকান, সুরমা, আরজু মিশুসহ অন্যান্যরা। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করে।

জাহাঙ্গীর অভিযোগ করে জানান, কালমা ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশনায় গণ্যমান্য সালিশরা আমাকে জমি বুঝিয়ে দিলেও হামলাকারীরা আমাকে ও আমার শ্বশুরকে হত্যাচেষ্টা এবং দোকান ভাঙচুর করে লুটপাট চালায়। এসময় আমার সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

চরছকিনা ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।