লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে ৬টি চোরাই গরুসহ মো: আমির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ড ওয়ার্ড চর কচুয়াখালী থেকে তাকে আটক করা হয়। আমির হোসেন ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
জানা যায়, লালমোহন থানা এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: আউয়াল, এসআই মো: ইউসুফসহ সঙ্গীয় ফোর্স গত ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চল চর কচুয়াখালী তে অভিযান চালায়। এসময় চিহ্নিত গরু চোর মো: আমির হোসেন কে আটক করেন তারা এবং তার কাছ থেকে ৬টি গরু উদ্ধার করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, আমির হোসেন ওরফে আমির চোরা চিহ্নিত চোর। রবিবার রাতে চর কচুয়াখালীতে অভিযান চালিয়ে ৬টি গরুসহ তাকে আটক করা হয়েছে। তার নামে আগেও ৩টি গরু চুরিসহ নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। এ ঘটনায় আমির হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত