প্রবাসীদের রেমিট্যান্স সেবা উন্নত করতে এনইসি মানি ট্রান্সফার লি. ইউকে’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
এই চুক্তির আওতায় বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ সরাসরি নিজ ব্যাংকের গ্রাহক ও অন্য ব্যাংকের গ্রাহকদের এনইসি মানি ট্রান্সফার লি. ইউকে’র মাধ্যমে রেমিট্যান্স সেবা দিতে পারবে।
এছাড়াও এদিন বাংলাদেশ কমার্স ব্যাংক লি. (বিসিবিএল) এর সাথে ফরাজী হাসপাতালের চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে ফরাজী হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য-পরীক্ষায় বিসিবিএল এর সব নির্বাহী/কর্মকর্তা/কর্মচারী পরিবারবর্গ ৩০% এবং ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ডধারী গ্রাহকগণ সব ধরনের স্বাস্থ্য-পরীক্ষায় সর্বোচ্চ ২৫% ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান। অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশ্বাফুজ্জামান এফসিএ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠান দুটির বিভিন্ন সেবার মান উন্নয়ন ও সন্তুষ্টির ব্যাপারে মূল্যবান মতামত দেন।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জিয়াউল করিম, এনইসি মানি ট্রান্সফার লি. ইউকে’র কান্ট্রি ম্যানেজার মোঃ ওসমান গণি এবং ফরাজী হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এনইসি মানি ট্রান্সফার লি. ইউকে’র চেয়ারম্যান ইকরাম ফরাজী অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহন করেন।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, এনইসি মানি ট্রান্সফার লি. ইউকে’র কান্ট্রি ম্যানেজার ওসমান গনি এবং ফরাজী ডেন্টাল রিসার্চ সেন্টারের মহাব্যবস্থাপক আপেল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।