পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস। গেল ২৬ মে দেশের অন্যান্য জেলার সাথে পটুয়াখালী জেলার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল, বসত ভিটাসহ ক্ষতিগ্রস্থ হয় জেলার প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ। পরক্ষনে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর কথা ভেবে তাদের পাশে দাঁড়ান বেসরকারী উন্নয়ন সংস্থা "আভাস''।
সে সময় ক্ষতিগ্রস্থ ৮০টি পরিবারকে ৬০০০ টাকা করে অর্থ সহায়তা করে আভাস। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৯ জুলাই) ২য় দফায় আরও ৫০জনকে সহযোগীতা করেন আভাস। ক্রিশ্চিয়ান এইড'র আয়োজনে স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকে এইড ও জার্সি ওভারসিস এইড'র সহযোগিতায় বাস্তবায়িত Survival Assistance for Cyclone Remal Affected Families in the Coastal Districts (SARA) প্রকল্পের আওতায় জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আসম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব সহযোগিতা প্রদান করা হয়।
এসময় স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল বসার মৃধা,
আভাস'র পরিচালক ফান্ড রাইজিং জহিরুল হাসান, ক্রিশ্চিয়ান এইড প্রতিনিধি মোঃ ফারুক ও প্রধান অতিথি হিসেবে মোঃ সবুজ, পরিসংখ্যান অফিসার(বাউফল),
বিশেষ অতিথি হিসেবে
আ.স.ম.ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আব্দুর রব'সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আভাস ও ক্রিশ্চিয়ান এইড ৪৫ দিন ব্যাপি প্রকল্পে এই জরুরী সহায়তা প্রদানের মাধ্যমে সাইক্লোন রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাবার সহায়তার পাশাপাশি, নগদ অর্থ বিতরণ, হাইজিন সামগ্রী বিতরণ সহ স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরী করতে সহায়তা করবে বলেও জানান আভাস।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত