রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টায় ৩ জনের নামে মামলা

কেরাণীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ব্যাংকে জিম্মি করে টাকা লুট করতে এসে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঐ তিন ডাকাত লিয়ন মোল্লা, আরাফাত ও সিফাতকে ডাকাতির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রূপালী ব্যাংকটির ঐ শাখায় অস্ত্রসহ তিন ডাকাত প্রবেশ করে ব্যাংকটির গ্রাহক, কর্মীসহ ১৬ জনকে জিম্মি করে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণের পর তারা দাবি করেছে, কিডনি জটিলতায় আক্রান্ত এক মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য তারা এই ডাকাতির পরিকল্পনা করেছিল।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ এসব তথ্য জানিয়েছেন। তবে তাদের এই বক্তব্য এখনই আমলে না নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

আটকদের একজন হলো গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের বাসিন্দা লিয়ন মোল্লা ওরফে নীরব (২২)। সে পেশায় একজন গাড়িচালক। অন্য দুজনের বয়স ১৬ বছর। তারা হলো মো. আরাফাত ও সিফাত। তারা কেরাণীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা।

এ সময় তাদের কাছে ব্যাংক থেকে লুট করা ১৮ লাখ টাকা, চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুলব্যাগ, তিনটি মাস্ক, তিন জোড়া হ্যান্ড গ্লাভস ও তিনটি কালো চশমা উদ্ধার করা হয়।