মহান বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির দাওয়াত প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দালাল আখ্যায়িত করে তার পদত্যাগও দাবি করেছেন এই সমন্বয়ক।
সোমবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ফেসবুকে দেওয়া এক পোস্টে হান্নান মাসুদ এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত