রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ ও বাহাত্তরের সংবিধান বাতিলের দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের’ দাবিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, অন্যতম সমন্বয়ক সারজিস আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টি ছাড়া সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের ডাক গ্রহণ করতে আহ্বান জানানো হচ্ছে।
হাসনাত সতর্ক করে দিয়ে বলেন, যদি কোনো দল বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ দাবিতে ঐক্যের আহ্বানে সাড়া না দেয়, তাহলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সেই দলকেও তারা বয়কট করবেন।
হাসনাত আব্দুল্লাহ জানান, বাহাত্তরের সংবিধান থাকলে রাজনৈতিক সংকট দূর হবে না।
বঙ্গভবন ঘেরাও বিষয়ে হাসনাত বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ তাদের দাবি। তবে তারা এ ধরনের আন্দোলন চান না। আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আস্থা রাখুন। তারা একসঙ্গে নেতৃত্ব দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।
হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করেন এবং জানান, তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। তিনি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত