রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহণের বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
র্যাব জানায়, বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর পর মনির ও তার সহযোগীরা একের পর এক বাসে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে।
ওইদিন রাতে কার কী ভূমিকা ছিল, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে র্যাব।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে রামপুরায় অনাবিল পরিবহণের একটি বাস মাঈনুদ্দিন নামে এক শিক্ষার্থীর জীবন কেড়ে নেয়। নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত