রাজনীতি অনলাইন গেম নয়: সাঈদ খোকন

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি কোন অনলাইন গেম নয়। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে বাটন টিপ দিবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো- বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে এসে রাজনীতির মাঠে নামেন। ওখানে বসে বলবেন- নির্বাচনে ভোট দিবেন না, এখানে আপনার কথা মতো সব হবে না।

তিনি বলেন, ‘আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি বলেই দেশের মানুষ আবারও অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিবেন।’

রোববার দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় নির্বাচনী গণসংযোগ করার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেন, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। এসে দেখুন, দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।’

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন। তাই প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘আমি ও আমার পরিবার বিগত শত বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন, তার অধিকাংশ আমি ও আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।’

গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করবো এবং এই আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।’