এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে মো. ইউনুচ (৪৭) নামের এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি সন্দীপ উপজেলার মো. শফির ছেলে। তার বাড়ি সন্দীপ হলেও তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ রাজানগর ইউনিয়নে শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানা গেছে।
নিহত ইউনুচ ওই রাতে ইছামতি নদীতে মাছ ধরতে যান। পরে আর বাড়ি ফিরেননি। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ইউনুস পেশায় একজন রিকশা চালক।
১২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ইউপি সদস্য মো. ইউসুফ জানান, রিকশাচালক ইউনুস মাঝে মধ্যে রাতে ইছামতী নদীতে মাছ ধরতে যেতেন। বৃহস্পতিবার রাতে মাছ ধরতে গিয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে তাকে নদীতে ভাসতে দেখা যায়। তার সাথে থাকা মোবাইল, টাকা নদীর তীরে পাওয়া যায়। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত