এম. মতিন, চট্টগ্রাম ব্যুরোঃ
“ নিত্য দ্রব্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বাজার তদারকি করছে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অতিরিক্ত মূল্য নিলে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড দেয়া হচ্ছে। পবিত্র রমজান মাসে সিন্ডিকেট কিংবা মজুদদারি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে সংশ্লিষ্টদের। আগামীতে বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়বে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান একথা বলেন। সোমবার ( ২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জয়নাব জমিলা, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, ছাত্র প্রতিনিধি রিদওয়ান কাদের, ফারহান তালুকদার, মো. মিনহাজ প্রমুখ। আইন শৃঙ্খলা সভায় বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক ,ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে আলোচনা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত