সর্বশেষ রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মংডু রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একটি ব্যাটালিয়নকে আটক করে সশস্ত্র গোষ্ঠী।
আরাকান আর্মির (এএ) বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, আটক জান্তা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধাপরাধের জন্য দায়ী এবং সে অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে।
জাতিগত সশস্ত্র সংগঠনটির মুখপাত্র খাইং থুখা বলেন, ‘আমরা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব এবং সে যে অপরাধ করেছে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করব।’
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, বুথিডংয়ে অবস্থিত ১৫তম মিলিটারি অপারেশনস কমান্ডের (এমওসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনের নেতৃত্বে প্রায় ৭০০ জান্তা সেনা মোতায়েন করা হয়েছিল। ব্যাটালিয়নের পতনের আগে থুরিন তুন তার ব্যক্তিগত সহকারীসহ সৈন্যদের একটি ছোট দল নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তবে পরবর্তীতে তারা আরাকান আর্মির কাছে বন্দী হয়।
চলতি বছরের মে মাসে বুথিডং টাউনশিপের পতনের পরে, থুরিন তুন ১৫তম এমওসি মংডুতে স্থানান্তরিত করে। ৫ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নে তার ঘাঁটি থেকে তিনি আরাকান আর্মির আক্রমণ প্রতিহত করার জন্য মুসলিম বাহিনীসহ সৈন্যদের একত্রিত করেছিলেন।
খাইং থুখার মতে, আরাকান এএ বাহিনী পুলিশ ব্যাটালিয়নের কাছাকাছি পৌঁছালে কিছু জান্তা সৈন্য আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল। এ সিদ্ধান্ত নেয়ায় তাদেরকে থুরিন তুনের নির্দেশে গুলি করে হত্যা করা হয়। তাই তারা আত্মসমর্পণ করতে পারেনি এবং ব্যাটালিয়নের ভেতরে অনেকে আটকা পড়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত