আবদুর রহমান নোমান, ভোলা: পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার লালমোহনে প্যারাগন গ্রুপের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে লালমোহনে মেসার্স খাঁন এন্টার প্রাইজের আয়োজনে প্রায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এসময় প্যারাগন গ্রুপের এক মৃত শ্রমিকের দুই সন্তানকে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
মেসার্স খাঁন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বাহালুল কবির খাঁনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের পরিচালক মেহেরার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, খাঁন এন্টার প্রাইজের পরিচালক মোঃ শাহীন, লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সাত্তার, বর্তামান সভাপতি মোঃ রুহুল আমিন, সাংবাদিক এসবি মিলন, আবদুর রহমান নোমান, আরশাদ মামুন প্রমুখ।
প্রধান অতিথি মেহেরার রহমান বলেন, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরে আমার কাছে ভালোই লাগছে। লালমোহন খাঁন এন্টার প্রাইজের এধরণের আয়োজনকে ধন্যবাদ জানান প্রধান অতিথি মেহেরার রহমান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত