মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জুয়ান ওরল্যান্ডো হারনান্দেজকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাশাপাশি তাকে ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন। খবর সিএনএনের।
জুয়ান ওরল্যান্ডো ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকার অভিযোগ, রাষ্ট্রপ্রধান থাকাকালীন হন্ডুরাসকে একটি মাদক-রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। গত মার্চে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত।
৫৫ বছরের এই ব্যক্তিকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়ার অর্থ হলো- জীবনের শেষ পর্বটা তাকে জেলেই কাটাতে হবে। শাস্তি শোনানোর সময় বিচারক বলেছেন, এই মামলা বুঝিয়ে দিল, কোনো ব্যক্তি যতই বড় হোক না কেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
বিচারক কেভিন আরও জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, এই সময়ও তার মূল রোজগারের রাস্তা ছিল মাদক।
খবরে আরও বলা হয়, হন্ডুরাসের প্রেসিডেন্ট থাকাকালীন ওরল্যান্ডো হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। ওরল্যান্ডো অবশ্য শেষ পর্যন্ত জানিয়েছেন তিনি নির্দোষ। কিন্তু বিচারক তার অবস্থান থেকে সরেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত