মুহিবুল্লাহর খুনিরা বিচারের আওতায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুৃল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় ড. মোমেন বলেন, রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কিছু স্বার্থন্বেষী মহল এই রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে। কারণ, মুহিবুল্লাহ মিয়ানমারে তার জন্মভূমিতে ফিরে যেতে চেয়েছিলেন।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ২৯ সেপ্টেম্বর মুহিবুল্লাহ (৪৪) অঞ্জাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন।