মির্জা ফখরুলের সাথে জার্মান রাষ্ট্রদূতের কী আলোচনা হলো?

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুই ঘণ্টার ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেছেন। এসময় তারা আগামী জাতীয় নির্বাচন, আইনের শাসন এবং মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশে আইনের শাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। জার্মান রাষ্ট্রদূত বলেছেন, তাদের দেশ বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, তারা বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেছেন। কারণ এই নির্বাচনের দিকে সারা বিশ্ব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।

খসরু বলেন, জার্মান রাষ্ট্রদূত তাদের কাছে আগামী নির্বাচন ও দেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। ‘তারা জানতে চেয়েছিল বাংলাদেশে আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? এ বিষয়ে তাদের পর্যবেক্ষণও রয়েছে।’

তিনি বলেন, অচিম ট্রস্টার তাদের কাছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।