নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে সড়ক অবরোধ করেছেন চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের। আজ রোববার (১৯ মে) সকাল ৯টা থেকে এ অবরোধ শুরু করেন শ্রমিকরা।
পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো রাস্তা ছাড়েনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর-১০ গোল চত্বরে শতশত ব্যাটারিচালিত রিকশা চালক অবস্থান নিয়েছেন।’
এর আগে সকালে পূরবী সিনেমা হলের সামনে অবস্থান নিয়েছিল রিকশাচালকরা। পরে তারা সেখানে ভাঙচুর চালায়। পূরবী থেকে বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় এসে জড়ো হচ্ছেন এসব ব্যাটারিচালিত রিকশাচালক। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত