রবিবার (৩ মে) পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে মামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে এক প্রেসবিজ্ঞপ্তিতে মামলার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার।
প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর বেগুনবাড়ি হত্যাকাণ্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেসবিজ্ঞপ্তিতে বেগুনবাড়ী ইউনিয়নের ঘটনা টিকে গুরুত্ব দিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে এলাকার কয়েকজন প্রতিবেশী কিশোর।
এ ঘটনায় জড়িত ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এ সময় পুলিশ সুপার বলেন,মোহা:মনিরুজ্জামান পিপিএম বলেন, “৩০ এপ্রিল গ্রেপ্তারকৃত ৭ জনের মধ্যে ৩ জন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেন। আদালতে প্রত্যেকেই এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এছাড়া সংবাদ সম্মেলনে যোগদানকৃৃত নবাগত অতিরিক্ত পুলিশ মুহাম্মদ কামাল হোসেনের সাথে সকলকে পরিচয় করিয়ে দেন জেলা পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সদর অফিসার ইনচার্জ তানভীরুল ইসলামসহ মামলার তদন্ত কর্মকর্তারা।
এছাড়া প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার মোহা মনিরুজ্জামান পিপিএম, সদর অফিসার্স ইনচার্জ তানভীরুল ইসলাম, তদন্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ সকলকে ধন্যবাদ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত