মোমিনুর রহমান:
মানিকগঞ্জ সদর উপজেলা শহিদ জিয়া প্রজন্ম দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ ৪ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪ ঘটিকায় স্থানীয় একটি অডিটোরিয়ামে এ কমিটি ঘোষণা করা হয়।মোঃ শফিকুর রহমান কে সভাপতি ও মো:জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করে ১০৯ সদস্য বিশিষ্ট এ কমেটি গঠন করা হয়েছে।
এ সময় বক্তারা এসময় বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগের শাসনকালে আমাদের বহু নেতাকর্মী জেল, জুলুম, অত্যাচার নিপীড়নের স্বীকার হয়েছে। দেশের ভোটাধিকার ও গনতন্ত্রের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষে সকল তরুণদের ঐক্যবদ্ধ করে রাখতে জাতীয়তাবাদী শহিদ জিয়ার প্রজন্ম দলের ভুমিকা পালন করতে হবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুর রহমান,মানিকগঞ্জ জেলা থেকে সকল ধরনের বৈশিষ্ট্য বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য তারেক রহমানের হাতটি শক্তিশালী করাই হবে আমাদের প্রথম এবং মূল লক্ষ। তিনি বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সকলের সহযোগিতা নিয়ে আমি আমার সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে মানিকগঞ্জ সদর থানা কাজ করে যাব।ইন শা আল্লাহ
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা,বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্মের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা: জি এম এনামুল হক,সাধারণ সম্পাদক মো:মোতালেব হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দ।