মানিকগঞ্জে ইসলামি ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুৃষ্ঠিত

মোমিনুর রহমান,মানিকগঞ্জ :

মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইসলামি ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জানুয়ারী)সমন্বিত ভবনের হলরুমে সকাল ১০ ঘটিকায় ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্র শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।
এসময় তিনি বলেন, ইমামদের নিজ নিজ জায়গা থেকে তরুনদের মাঝে ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সু-মহান আদর্শ তাদের মাঝে তুলে ধরতে হবে। আর্থ-সামাজিক উন্নয়নে ঈমামদের ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন সমাজের বৈষম্য দুর করতে হলে ইসলামের সু-মহান আদর্শ সকলের গ্রহন করতে হবে।
ইমাম সম্মেলনে বক্তারা বলেন, মসজিদের ইমামগণ সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। আপনারা খুৎবা ছাড়াও বিভিন্ন স্তরে মাদক,বাল্য বিয়েসহ বিভিন্ন ইস্যুতে আপনারা বক্তব্য দিয়ে আসছেন। যা সমাজে সুফল বয়ে আনছে।

ইসলামিক ফাউন্ডেশ মানিকগঞ্জ জেলা কার্যালয় কর্কৃত আয়োজীত ইমাম সম্মেলনে ৭ উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত মসজিদের ইমামগণ অংশ গ্রহণ করে।
সম্মেলনে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মাদ আতিকুল মামুন, এনপিআই ইউনিভার্সিটি এর পরিচালক ড.মোহাম্মাদ ফারুক হোসেন,মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আতিকুর রহমান,ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো:সাখাওয়াত হোসেন,মানিকগঞ্জ কোর্ট মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম,ইসলামী ফাউন্ডেশনের ট্রেইনার মাওলানা মো:আশরাফুল আলম প্রমুখ।