মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রামঃ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ২৩শে ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার সময় সংবাদ সম্মেলন আয়োজন করেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার,কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ,ইলিয়াস শাহ, শেখ নঈমুদ্দীন।রেজাউল কাওসার,জনাবা সাবীনা সায়াদাত সাফাসহ চট্টগ্রাম জেলার সভাপতি এমদাদুল হক সায়ীফ ও প্রমুখ।
এসময় সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত লিখিত বক্তব্যে বলেন, বর্তমান রাজনীতির সংকট শুধু রাজনীতির পদ্ধতিগত উপ রিকাঠামোর সাধারণ সংকট নয়,রাষ্ট্র ও জীবনের গভীর সংকট রয়েছে। চলমান রাজনীতি সংকট রাষ্ট্র ও জন জীবনের সকল ক্ষেত্রে মারাত্মক ধ্বংসাত্মক সংকটে পরিণত হয়েছে।রাষ্ট্র-ধর্ম- সমাজ সাম্প্রদায়িক সম্প্রীতি-জন নিরাপত্তা এবং গণতন্ত্র ও অর্থনীতির সবকিছুকেই বিপন্ন করে তুলেছে। তিনি বলেন, প্রাকৃতিক শক্তির পর রাজনীতির মাধ্যমেই জীবন ও দুনিয়ার সবকিছু পরিচালিত হয় বিধায় রাজনীতিক সংকট
তিনি আরও বলেন,ধর্মের নামে উগ্রবাদি জঙ্গীবাদি রাজনীতিকে ধর্মের শত্রু ও প্রকৃত ধর্ম ধ্বংসাত্মক।বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি আবেগ অনুভূতিকে পুঁজি করে দেশ বিদেশের জঙ্গিবাদি অপশক্তি এদেশে রাষ্ট্র জবরদখল করে ইসলামের শান্তিময় প্রেমময় মানবিক গণতান্ত্রিক আসল ধারা উৎখাত করে ইসলামের ছদ্মনামে তাদের খুন জুলুম ভিত্তিক ও জীবনের অধিকার স্বাধীনতা হরণককরী স্বৈরদস্যুতান্ত্রিক পাশবিক-হিংস্র-জঙ্গিবাদি রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,বলে দাবী করেন, বর্তমান ক্ষমতাসীন চক্র জঙ্গিবাদি অপশক্তিকে রাষ্ট্রীয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করে দ্বীন ও দেশের ভবিষ্যৎ সংকটাপন্ন করে তুলছে বলে জানিয়েছেন।