ঠাকুরগাঁও সদরে সড়ক দুর্ঘটনায় শাহানাজ বেগম মলি (৩৯) নামে এক মাদরাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে যাত্রীবাহী ‘পাগলু গাড়ি’ (অটোরিকশা) উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান এবং রুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা বালিকা দাখিল মাদরাসার সুপার দবিরুল ইসলাম মলির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আরও ৫ জন শিক্ষিকা আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শাহনাজ বেগম মলি রুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা (রহ:) বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা। সোমবার সকালে পাগলু গাড়িতে করে ঠাকুরগাঁও শহরের ভাড়া বাসা হতে রুহিয়ায় কর্মস্থলে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান: সোমবার সকাল সাড়ে ৯ টায় পাগলু গাড়িতে করে শিক্ষিকা মলি ও তার সহকর্মী শিক্ষিকারা রুহিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে পৌছলে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাগলু গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাগলুর ৭ যাত্রী আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর অবস্থায় আহত মাদরাসা শিক্ষিকা শাহনাজ বেগম মলিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষিকা রুহিয়া থানাধীন ঘনিমহেশপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত