মাদারীপুুরের কালকিনিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় মাদারীপুরের কালকিনি উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী স্কুল কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়।

আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় একযোগে কালকিনি ও ডাসার উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৮ জনপরীক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন জানান,”সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শুরু হয়। শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা করতে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”

এদিকে বৃত্তি পরীক্ষা উপলক্ষে সারাদিন পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।তারা অধীর আগ্রহ নিয়ে নিজেদের সন্তানদের পরীক্ষা দেয়ানোর জন্য নিয়ে আসে কেন্দ্রে।

কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইকরাম বলেন,”সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাগুলো সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাই। এ জন্য অভিভাবক সহ সকলের আন্তরিকতা প্রয়োজন।

পরীক্ষা পরিদর্শনে আসেন জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রিপন,অর্থসচিব মোঃ দেলোয়ার হোসেন,ক্রীড়া সম্পাদক ফখরুজ্জামান রুমি।

পরীক্ষাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন অ্যাসোসিয়েশনের সকল সদস্য সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের এ বৃত্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর শেষ হবে।