রকিবুজ্জামান, মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলার এওজ গ্রামের সাবেক ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার প্রধান আসামি রাজ্জাক মুন্সী (৩২)কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে বরিশাল সদর উপজেলার রাহাত-আনোয়ার হাসাপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মহসিন আকন গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এলাকার একটি চায়ের দোকানে বসে ছিল।এসময় রাজ্জাক মুন্সী সহ তার সহযোগীরা রামদা, ছুরি,লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি নিয়ে অর্তকিতভাবে ঐ ইউপি সদস্যের উপর হামলা চালায়। এতে মহসিন আকনের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় ইউপি সদস্য মহসিন আকনকে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ সেপ্টেম্বর মারা যান তিনি।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিএসসি কোম্পানী, বরিশালের একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতে বরিশাল জেলার সদর থানাধীন রাহাত-আনোয়ার হাসাপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এওজ এলাকার মৃত শাহজাহান মুন্সীর ছেলে রাজ্জাক মুন্সীকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামীকে মাদারীপুর সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত