মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৫ জনের মৃত্যু

14

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জালাল উদ্দীন (৬৫), ত্রিশালের সবেদ আলি (৮০), টাঙ্গাইল সদরের মন্নাস আলি (৬০), ধনবাড়ির আরিফ মিয়া (২২), কিশোরগঞ্জ সদরের শোভা (১৮)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, মমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ করোনা ইউনিটের ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৭ জনের মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭১৬টি নমুনা পরীক্ষা করে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে।