মন্দিরেই ভিতরেই চলত কিশোরীদের উপর যৌন নির্যাতন। কখনও আবার প্রসাদের লোভ দেখিয়ে নাবালিকা মেয়েদের ডেকে নিয়ে যেতেন মন্দিরের ভিতরে। গুরুতর এমন অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে পুলিশের হাতে ধরা পড়েছেন সত্তরোর্ধ্ব এক পুরোহিত।
রাজ্যের থেনি জেলার পেরিআয়াকুলামের ঘটনায় উত্তাল পরিস্থিতি এলাকা জুড়ে। মন্দির ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ওই পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়েরও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কয়েকজন শিশু মন্দিরের বাইরে খেলছিল। তখন মন্দিরের সত্তরোর্ধ্ব পুরোহিত এসে প্রসাদের মিষ্টি দেওয়ার লোভ দেখিয়ে তাদের ভিতরে ডেকে নিয়ে যান। এরপর ওই শিশুদেরই দলে থাকা এক নাবালিকাকে তিনি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। এই প্রথমবার নয়, এর আগেও নাকি এমন কাজ করেছেন তিনি। মেয়েটি গোটা ঘটনার কথা বাড়িতে জানালে মেয়েটির পরিবার ও অন্যান্য আত্মীয়স্বজন মন্দির এলাকায় জড়ো হন। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মন্দির চত্বরে জড়ো হন স্থানীয়েরাও। ভয়ে মন্দিরের গেটে তালা লাগিয়ে ভিতরেই লুকিয়ে ছিলেন অভিযুক্ত। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে। চলছে জিজ্ঞাসাবাদ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত