এমরুল ইসলাম, মনোহরদী: নরসিংদীর মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১টি ড্রেজার মেশিন ও উত্তোলিত বালু জব্দ এবং বালু অপসারন কাজে নিয়োজিত ৩টি ট্রলি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার লেবুতলা ইউনিয়নের শিমুলতলী গ্রামে ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও উত্তোলিত বালু জব্দ এবং বালু অপসারণ কাজে নিয়োজিত ৩ ট্রলি আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। কারণ, অভিযানের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর। এসময় তিনি আরো জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত