আলকামা সিকদার টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে ৩টি ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনা কেরন ভ্রাম্যমাণ আদালত। কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে তিনটি ইট ভাটাকে মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইট যাতে কাঠ দিয়ে আর পোড়াতে না পারে সে জন্য পানি দিয়ে চুল্লী নিভিয়ে দেওয়া হয়। এ সময় মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ জুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী মধুপুর ক্যাম্পের সেনাগণ ও মধুপুর ফায়ার ব্রিগ্রেডের দুটি টিম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্যাটগণ জানান এ রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।