মধুপুরে ভ্রাম্যমান আদালতের এক ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একটি ক্লিনিক ও একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
১ নভেম্বর শুক্রবার সকালে মধুপুর উপজেলার জামালপুর রোডের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভুয়া বিজ্ঞাপন প্রচার, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের শর্তাবলী না মানা এবং অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অপরাধে গ্রামীণসেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামক প্রতিষ্ঠানটিকে ৫০,০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও বিক্রির দায়ে সেবা মেডিকেল হলকে ১০,০০০টাকা জরিমানা করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট রিফাত আনজুম পিয়া। এছাড়া প্রসিকিউশন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান,স্বাস্থ্যখাতে দূর্ণিতী দূরকরে শৃঙ্খলা ফিরিয়ে আনয়নে মধুপুরের ক্লিনিক, ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।