আলকামা সিকদার, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পতাকা ও সমবায় অধিদপ্তরের পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসুচি পালন করা হয়।
‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, সফল উদ্যোক্তা মো. জয়নাল আবেদিন বাবলু, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদৎ ইমরান, ইদিলপুর সমবায় সমিতির সভাপতি মো. ফজলুল হক, কাল্ব সমবায় সমিতির সভাপতি মিহির মৃ, সফল সমবায়ী মো. শহীদুল ইসলাম, মন্টু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির দ্বার উম্মোচিত হয়েছে মধুপুরে। মধুপুর পৌরশহরসহ বিভিন্ন গ্রামের সমবায়িরা বর্তমানে দারিদ্রমুক্ত জীবন গড়তে সফল হয়েছেন। অনেকেই জাতীয় পুরষ্কার লাভ করেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অর্থনৈতিক ভাবে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র স্বাবলম্বি হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত