টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে দাখিল পরীক্ষার্থী এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার আউশনাড়া ইউনিয়নের আউশনারা পূর্ব লাইনপাড়া এলাকার পাশের ফুফুর বাড়ীর রুম থেকে সুমী আক্তারকে সিলিং ফ্যান থেকে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা জয়েন উদ্দিন বট্টু জানান, ঘটনার দিন সুমী প্রতিদিনের ন্যায় কালও তার ফুফুর বাড়ির ওই রুমেই ঘুমিয়ে ছিল। অনেক বেলা হয়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলতে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
সে এ বছর আউশনারা লাইনপাড়া দাখিল মাদরাসা থেকে দাখিল(এসএসসি) পরীক্ষার্থী দিবে বলে জানিয়েছে সুমীর বাবা জয়নুদ্দিন।
ঘটনার সত্যতা স্বীকার করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, আমরা এই কিশোরী মেয়ের আত্ম হত্যার ব্যাপারে প্রেম ঘটিত কোন বিষয় থাকতে পারে বলে ধারনা করছি।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত