ভোলায় সবচেয়ে বেশি করোনা রোগী সদরে, কম তজুমদ্দিনে

আব্দুর রহমান নোমান: ভোলায় করোনার হটস্পট হয়ে উঠছে ভোলা সদর উপজেলা। এখানে এখনও পর্যন্ত ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ আজ বুধবার সদরে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে তজুমদ্দিনে। এই উপজেলায় শনাক্ত হয়েছেন ২ জন। এ দু’জনই এখন সুস্থ।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম প্রিয়দেশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ৭৫। এরমধ্যে ভোলা সদরেই ৩৭ জন। এছাড়া বোরহানউদ্দিনে ৪ জন, দৌলতখানে ৩, লালমোহনে ৯, তজুমদ্দিনে ২, চরফ্যাশনে ১২ এবং মনপুরায় ৮ জন রয়েছেন।

তবে আইইডিসিআর এর ওয়েবসাইটে ভোলা জেলায় ৮০ জনের করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, জেলায় করোনা শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে ভোলা সদরে শনাক্ত ৩৭ জনের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন, বোরহানউদ্দিনে সুস্থ হয়েছেন ৩ জন, দৌলতখানে ৩, লালমোহনে ১, তজুমদ্দিনে ২, চরফ্যাশনে ১ এবং মনপুরায় ৬ জন সুস্থ হয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২ জন। এদের একজন লালমোহনের অন্যজন চরফ্যাশনের।

এই পরিসংখ্যানবিদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৮৯ জন। আর মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫৩৩ জন। এখন কেউ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না থাকলেও মোট ৯০ জন বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

নজরুল ইসলাম বলেন, এখন জেলায় ১২ জন আইসোলেশনে রয়েছেন। মোট আইসোলেশনে ছিলেন ৪৩ জন।