আব্দুর রহমান নোমান: ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডে ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডে নিজের বাড়ির দরজায় খড় রোদে দিতে যায় মোস্তফা মেলেটারি। এসময় পূর্ব শত্রুতার জেরে তাকে খড় রোদ দিতে বাধা দেয় স্থানীয় আতিকুর রহমান, আলী মিয়া হাওলাদার, কালু, সফিজল, শহিদুল, ফজিলত, রোকসানা, দানু, এমদাদুল, আকবর ও খালেদা।
এসময় কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা মোস্তফা মেলেটারিকে বেধড়ক মারধর করে। তখন শ্বশুরকে বাঁচাতে এগিয়ে আসলে মোস্তফা মেলেটারির পুত্রবধু অন্তঃসত্ত্বা শাবানাকেও বেধড়ক মারধর করা হয়। এমনকি স্কুলপড়ুয়া শিক্ষার্থী জাকিয়াও রেহাই পায়নি অভিযুক্তদের হাত থেকে। মোস্তফা মেলেটারির নাতনি প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকেও মারধর করা হয়।
অন্তঃসত্ত্বা শাবানা সহ মারধরের শিকার ৩ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের মন্তব্য জানতে একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।