ভোলায় গত ২৪ ঘণ্টায় আসেনি করোনা পরীক্ষার রিপোর্ট

আব্দুর রহমান নোমান: ভোলায় দু’জন করোনাভাইরাস পজিটিভ রোগী থাকলেও গত ২৪ ঘণ্টায় কোনো রিপোর্ট জেলায় এসে পৌঁছায়নি। তবে এই সময়ে ১২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম প্রিয়দেশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রিপোর্ট না আসলেও করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম বন্ধ নেই। এই সময়ে আরও ১২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। আর এসময় মেয়াদ শেষ হওয়া এবং ঝুঁকি না থাকায় ছাড়পত্র পেয়েছেন ১৬ জন। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ৭১২ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে ১৫শ’ জন।

নজরুল ইসলাম বলেন, এসময়ে নতুন করে কাউকে আইসোলেশনে রাখা হয়নি। মনপুরার শনাক্ত ব্যক্তি আইসোলেশনে রয়েছেন। আর বোরহানউদ্দিনের শনাক্ত শিশুকে বাড়িতে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন অফিসের এই পরিসংখ্যানবিদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেও রাখা হয়নি। সেই হিসেবে আগের ৫২ জনই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। আর মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় এসেছেন ৯০ জন।