আব্দুর রহমান নোমান: ভোলা জেলায় লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। গত রাতে ১০ জনের শনাক্ত হওয়ার খবরের পর রাত পোহাতেই এলো আরও ৯ জনের শনাক্ত হওয়ার খবর। এর ফলে জেলায় এখন করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪২ জন।
ভোলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ নজরুল ইসলাম প্রিয়দেশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নতুন শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ভোলা সদরে ৩ জন, চরফ্যাশনে ৩ জন এবং মনপুরার ৩ জন রয়েছেন।
এর আগে গত রাতে শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে ভোলা সদরে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন এবং লালমোহনের ৩ জন ছিলেন।
নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৯টি নমুনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৪৩৪টি। রিপোর্ট এসেছে ১ হাজার ১৫৭টি। এরমধ্যে ৪২ জন পজিটিভ। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের করোনা পজিটিভ এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত