ইউসুফ হোসেন, লালমোহন, ভোলা: ভোলার লালমোহনে শতবর্ষী সরকারি রাস্তায় কাঁটা লাগিয়ে বেড়া দিয়ে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনা ১ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির সামনে দিয়ে শতবর্ষী ওই রাস্তা বন্ধ করে দিয়েছে ফারুক মাষ্টারের নেতৃত্বে ওই বাড়ির কিছু লোক।
স্থানীয়দের অভিযোগ, এ রাস্তাটি হাজি বাড়ি, সিকদর বাড়িসহ আরও কয়েক বাড়ির সামনে দিয়ে জনতা বাজারের সাথে মিলিত হয়েছে। এলাকার হাজার হাজার মানুষ এতে ভোগান্তিতে পড়েছেন। এখন তারা খেত খামারে কাজ করতে বের হতে পারছে না।
এমন অভিযোগের বিষয়ে ফারুক মাষ্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাজি বাড়ি থেকে আমাদের বাড়ির বিদ্যুতের লাইন বন্ধ করায় আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি।
এ বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসির মধ্য উত্তেজনা বিরাজমান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত