ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আব্দুর রহমান নোমান: ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

নিহত একজনের নাম আবদুল জব্বার (৬০) পিতা করম আলী পৌরসভা ৯ নং ওয়ার্ড লালমোহন। অপর জন মোঃ হাছনাইন (৬) পিতা ভুট্টু পৌরসভা ৯ নং ওয়ার্ড লালমোহন।

অন্যদিকে নাগর নামের একজনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সকাল পোনে ১১ টার দিকে চরফ্যাশন থেকে মালিক সমিতির ডাইরেক্ট বাস লাঙ্গল খালী উপজেলা মেইন সড়ক দিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

লালমোহন থানা সূত্র জানায়, বাসটি এখন থানায় আটক রয়েছে।