ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জেরে মারপিট, আহত ২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী স্ত্রী দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনা ১ নং ওয়ার্ড রদ্দি বাড়িতে ৯ এপ্রিল সকাল ১১ টার সময় এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রদ্দি বাড়ির লালমিয়ার ছেলে নুরনরীর সাথে দীর্ঘদিন একই বাড়ির তারেক ও সেলিম গংদের সাথে বিরোধ চলে আসছে।তার রেশধরে ৯ এপ্রিল ১১টার সময় তারেক,জুবায়ের,সেলিম,রিদয় একদল বহিরাগত লোক নিয়ে নুরনবীর ঘরে ঢুকে তাকে ও তার স্ত্রী শাহানুরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় তাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় হামলা কারিরা বলে জানান নুরনবী। পরে তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে আহত নুরনবী ও তার স্ত্রী শাহানুরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন আছে। এঘটনায় আহতের পরিবার ন্যায়বিচার দাবি করেন।

অভিযুক্ত তারেক গংদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।