ভোলায় গাঁজাসহ মিতু নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ইলিশা লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মিতু আক্তারের শ্বশুরবাড়ী ভোলার চরনোয়াবাদ এলাকার ৫নং ওয়ার্ডে। মিতু আক্তার মোস্তফা হাওলাদারের মেয়ে বলে জানা যায়।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ঘাটে এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় লঞ্চঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ মিতু আক্তারকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলার সদর মডেল থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত