ভোলায় গণপিটুনিতে দু’জনের মৃত্যু

ভোলার তজুমদ্দিনে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গরুচোর সন্দেহে তাদের ওপর হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন ৩০ বছর বয়সী নয়ন এবং ২৭ বছর বয়সী আমির হোসেন।

পুলিশের দাবি, নিহতরা ‘পেশাদার গরু চোর’। দুই জনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।

এসআই আব্দুল কুদ্দুস জানান, মাঝরাতে এই দুই যুবক স্থানীয় এক বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা করলে তিনি টের পেয়ে চিৎকার করতে থাকেন। এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে ওই দুই যুবককে ঘেরাও করে বেধড়ক পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

পুলিশ ভোর পৌনে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। লাশ বর্তমানে মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।