ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নেব, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টি (বিএসপি) মহাসচিব আব্দুল আজিজ সরকার।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ মন্তব্য করেন।
বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল আজিজ সরকার।
বিএসপি মহাসচিব বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে, ভারত আমাদের ওপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দেবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনোভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না।
তিনি আরো বলেন, আমরা মনে করি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সবক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী তাই আপনাদের দায়িত্বও বেশি।আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি।
দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উসকানির ফাঁদে পা না দেওয়ার জন্য। যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোন উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত