ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সেনা হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। ওই হেলিকপ্টারে ভারতীয় সেনাবাহিনীর সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ছিলেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
এছাড়াও হেলিকপ্টারে আরো কয়েকজন সেনা কর্মকর্তা এবং সিডিএসের পরিবার সদস্য ছিলেন। খারাপ আবহাওয়ার জন্য হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেনাবাহিনীর তরফে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা কর্মকর্তারা গিয়েছিলেন হেলিকপ্টারে সওয়ার হয়ে। সেসময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিক্প্টারটি। এ ঘটনায় গুরুতরভাবে আহত তিন জন। চারজন মারা গিয়েছেন। বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সুলুর থেকে উড়ে ওয়েলিংটনে উদ্দেশে যাচ্ছিল সেনার হেলিকপ্টার। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি MI-17V5 ছিল। সেখানে একটি ডিফেন্স কলেজে যাচ্ছিল হেলিকপ্টারটি। সূত্রের খবর, হেলিকপ্টারে মোট ৯ জন ছিলেন। চিফ অব ডিফেন্স স্টাফের পাশাপাশি এই হেলিকপ্টারে ছিলেন তার স্ত্রী। তাছাড়া আরও বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ছিলেন হেলিকপ্টারে।
ভারতীয় বিমান বাহিনীর তরফে একটি টুইটে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে স্থানীয় মানুষ সেখানে উদ্ধারকাজে যোগ দিয়েছেন। স্থানীয় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকা পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হতে চলেছে বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সুলুরে ভারতীয় বিমানবাহিনীর এয়ারবেস থেকে হেলিকপ্টারটি উড়ে গিয়েছিল। ৫০ কি.মি পথ অতিক্রম করতে মোটামুটি ২০ মিনিট লাগার কথা ছিল। তবে মাঝপথেই আকাশ থেকে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
যাত্রী তালিকার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত