ভাবির অত্যাচার-হামলা-মামলা থেকে বাঁচতে চান দেবর

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাবি ও তার লোকদের হয়রানি-হামলা-মামলা থেকে বাঁচতে চান দেবর মিজানুর রহমান সিদ্দিক (ভুলু) পাটোয়ারী। এসব হয়রানি থেকে বাঁচতে প্রশাসন, সাংবাদিক ও সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মিজানুর রহমান সিদ্দিক নামের ওই ভুক্তভোগী পরিবার।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়। মিজানুর রহমান উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকার হাজী আহম্মেদ উল্ল্যা পাটোয়ারীর ছেলে। এসময় উপস্থিত ছিলেন তার মেয়ে লুবনা আক্তার ও স্বজন ব্যাবসায়ী বাবুল মিয়া।

সংবাদ সম্মেলন মিজানুর রহমান সিদ্দিক অভিযোগ করেন, আমার বড় ভাইয়ের স্ত্রী রহিমা আক্তার জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে আমাদের উপর দলবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ১ সেপ্টেম্বর অতর্কিত হামলা চালিয়ে ঘর বাড়ি ভেঙে দেয়। বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।

গত ২ সেপ্টেম্বর রায়পুর থানার সামনে নদী দখল ও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে করা ছাত্র-জনতার একটি মানববন্ধনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসন ও সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে তদন্ত সঠিক সমাধান করেন।